অনলাইনে আয় করার নানা পথ দেখে আপনি যখন দিশেহারা, যখন মাসে ৩০০০-৫০০০ ডলার আয়ের প্রলোভনে আপনি বিনিয়োগ করবেন কি করবেন না এমন চিন্তায় দ্বিধাদ্বন্দে, যখন হাজারো বিশ্বাসযোগ্য পথ থাকা সত্ত্বেও প্রতারণার বেড়াজাল আচ্ছন্ন করে রাখে আপনাকে প্রতিনিয়ত, ঠিক তখন এমন একটি গাইডলাইন আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে । হ্যাঁ, অনলাইনে আয়ের বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য ও কার্যকর পদ্ধতি নিয়ে বলছি । যেখানে আপনি প্রতারিত না হয়ে কিছু শিখতে পারবেন, বিনিময়ে আয়ও শুরু করতে পারবেন । প্রাথমিক অবস্থায় আয় কম হলেও ভবিষ্যতে আপনি খুঁজে পাবেন প্যাসিভ ইনকাম করার একটি দীর্ঘমেয়াদী পথ । আপনাকে সে পথে নিয়ে যেতে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস, আমাদের সাথে সংযুক্ত থাকুন এবং আপডেটগুলো নিয়মিত ফলো করুন । আপনার জন্য রইলো অনেক অনেক শুভ কামনা…
অনলাইনে কাজের প্রতি যাদের আগ্রহ বেশী, তারা বিভিন্ন কাজের পাশাপাশি এমাজন এফিলিয়েট মার্কেটিং করতে পারেন । বর্তমানে এমাজন এফিলিয়েট মার্কেট একটি বিলিয়ন ডলারের মার্কেট । শুধু বাংলাদেশ থেকেই প্রতিমাসে মিলিয়ন ডলার আয় হয় এবং কোটি টাকার উপর ওয়েবসাইট বিক্রি হয় । দিন দিন এ পথে মানুষ ঝুকছে, ক্রমান্বয়ে প্রতিযোগীতার হার ভারী হচ্ছে । তাই যত দ্রুত সম্ভব আপনিও নিজেকে এমাজন এফিলিয়েট মার্কেটার হিসেবে দাড় করান, কেননা ২০১৯ সাল থেকে আর এ সুযোগ থাকবেনা । আর থাকলেও তা হবে অনেক বড় একটি চ্যালেঞ্জ । অনলাইনে বিভিন্ন কাজের পাশপাশি আপনি চাইলে এমাজন এফিলিয়েট মার্কেটিং শিখতে পারেন এবং কাজ শুরু করতে পারেন…
দেরী না করে এক্ষুনি ঘুরে আসুন লিংকটিতে আর এক নজর চোখ বুলিয়ে নিন এমাজন এফিলিয়েট মার্কেটিং কি, এর স্টেপগুলো কিকি? কিভাবে শুরু করবেন? বিস্তারিত ।
এমাজন এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আমি জানতে চাই
এমাজন এফিলিয়েট মার্কে টিং আপনি কিভাবে করবেন, বিশ্বের সফল ব্যক্তিরা কিভাবে করেছে, আপনিও তাদের একজন হতে চাইলে কোন পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ আগাবেন, এসব বিষয়ে সহজ নির্দেশনা নিয়ে একটি বইও বের হয়েছে, অনলাইনে অর্ডার দিয়ে সেটিও কিনে ফেলতে পারেন । এটা হবে আপনার জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ…
অনলাইনে আয়ের সহজ নির্দেশনা সম্বলিত বই – কিভাবে আপনি সফল হবেন
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সান্ধ্যকালীন কোর্সের ছাত্র মোঃ ওবায়েদ উল্লাহ আইমান । পড়াশোনার পাশাপাশি অনলাইনে কাজের হালকা আগ্রহ তাকে আজ এফিলিয়েট মার্কেটের দুনিয়ায় দাড় করিয়েছে । তার নিজের তৈরী ওয়েবসাইটের সংখ্যা ১৩টি । এমাজন এফিলিয়েট মার্কে টিং শুরু করেই ২০০+ ইনকাম ১ম ৬ মাসে, আর গুগল এডসেন্স থেকে ৯৫০ ডলার আয়ের পাশাপাশি তার ইউটিউব থেকেও আয় হয়েছে ২০০ ডলার এর মত, এক্ষেত্রে তার পদচারণা নতুন হলেও ভবিষ্যতে আরো ভালো আউটপুট বের করার আশা তার । আর এসব কাজে তার সময় দেয়াটা ছিলো অতি নগন্য, কেননা বিদ্যুৎ বিভাগে জব করে প্রতিদিন সর্বো চ্চ ২ ঘন্টা সময় দেয়াই ছিলো একটি বড় চ্যালেঞ্জ । সে চায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্ররাও যেন এ সুযোগ পায় । যাদের হাতে প্রচুর সময়, তাদের আয়ের সুযোগও প্রচুর । এজন্য খবরটি সকল ছাত্রের কাছে পৌছে দেয়ার ইচ্ছা তার । যার অনুপ্রেরণায় তার এ ক্ষুদ্র সাফল্য, তারই মাধ্যমে বের করা একটি বই সবার কেনার অনুরোধ থাকলো । অন্যান্য ছাত্র/ছাত্রী ও বন্ধুবান্ধব এবং শিক্ষকদের উৎসাহ উদ্দীপনায় সে আরো বড় হওয়ার স্বপ্ন দেখছে এবং সকলের দোয়া প্রত্যাশী ।
এছাড়াও অনলাইনে আয়ের নানা খুটিনাটি বিষয়ে টেক সলিউশন ২৪ থাকছে আপনার পাশে সবখানে সবসময় । আইসিটি সংক্রান্ত নানা সমাধান নিয়ে … টেক সলিউশন ২৪, ৩২৬-৩২৭ (৩য় তলা), রাইন ওকে মার্কেট, মাধবদী, নরসিংদী । http://www.techsolution24.com
Related Posts
- 51
direct lender installment loans loans online guaranteed approval lender lender
insurance quote auto insurances car insurance quotes car insurance quotes